দ্য ওয়াল ব্যুরো: আগেই ঝড় তুলেছিল মারুতির নতুন গাড়ির খবর। অবশেষে বাজারে লঞ্চ হয়ে গেল Maruti Suzuki Victoris। দাম শুনে সত্যিই অনেকের চোখ কপালে উঠতে বাধ্য! পুজোর আগেই শুরু হবে বুকিং, তাই গ্রাহকদের উচ্ছ্বাস এখন তুঙ্গে।
দাম কত?
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মারুতি সুজুকি ভিক্টোরিসের (Maruti Suzuki Victoris Price) দাম শুরু হচ্ছে ১০.৫০ লক্ষ থেকে। সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ১৯.৯৯ লক্ষ। পুজোর আগে বুকিং শুরু হলেও, বাজার বিশেষজ্ঞদের মতে Victoris ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলতে শুরু করেছে।
#REL