দ্য ওয়াল ব্যুরো: অসমবাসীর হৃদয়ে যাঁর কণ্ঠস্বর এক জীবন্ত স্রোতের মতো বয়ে যেত, সেই জুবিন গর্গ আজ নেই।
১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করতে গিয়ে রহস্যজনকভাবে নিভে যায় অসমের সাংস্কৃতিক আইকনের জীবনপ্রদীপ। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু এক আকস্মিক মৃত্যু যেন অনুরাগীদের মনে সন্দেহের কালো মেঘ জমিয়ে দিল। সত্য খুঁজে বের করতে ইতিমধ্যেই তৎপর অসম সরকার। সিঙ্গাপুরে ময়নাতদন্ত হওয়ার পর ফের গুয়াহাটি মেডিক্যাল কলেজে সংগঠিত হয়েছে পুনর্ময়নাতদন্ত। গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল— ‘SIT’।