দ্য ওয়াল ব্যুরো: জলাভূমি সংরক্ষণে (Prevent the filling o Swamp) বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
জঙ্গিপুরের (Jangipur) এক পুকুর ভরাট মামলার প্রেক্ষিতে বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে—স্থানীয় বিডিওর (BDO) নেতৃত্বে এক বিশেষ কমিটি গড়তে হবে। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে বলেও জানিয়েছে আদালত।
#REL