শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সময়টা ২০০৮। তখন ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রামের যুগ ছিল না। প্রেম করার মাধ্যম বলতে একমাত্র কীপ্যাড সাদা-কালো ফোনের এস এম এস। সেই সময়কার সবথেকে চর্চিত লাভস্টোরি ছবি ছিল 'চিরদিনই তুমি যে আমার'। রাজ চক্রবর্তীর সেই ছবির আইকনিক গান জুবিন গর্গের গাওয়া 'পিয়া রে পিয়া রে'। যে হিরোকে এই গানে দেখা গিয়েছিল তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে জনপ্রিয় করেছিল এই ব্যর্থ প্রেমের গান। রাহুল মানেই আজও 'পিয়া রে পিয়া রে'।