দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি-কাণ্ডে (Rosevalley's property) টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে উঠল আর্থিক অনিয়মের অভিযোগ ((Market price vs. selling price)। সেই প্রেক্ষিতেই সেবিকে ফরেনসিক অডিট করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, রোজভ্যালির সম্পত্তি বিক্রির প্রক্রিয়া থেকে শুরু করে খতিয়ান পর্যন্ত সবকিছুর হিসেব-নিকেশ খতিয়ে দেখতে হবে সেবিকে।
#REL