দ্য ওয়াল ব্যুরো: রানি বিড়লা গার্লস কলেজ (Rani Birla Girls College Case) ইস্যুতে ফের ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় (Kajari Banerjee's plea dismissed)।
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ শুক্রবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। ফলে বহাল থাকল সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশ। সেই মতো কলেজের পরিচালন সমিতির সভাপতি পদে কাজরীর নিয়োগের বৈধতা নিয়ে বিস্তারিত শুনানি হবে নভেম্বরের শুরুতে।
#REL