দ্য ওয়াল ব্যুরো: মনিপুরের ইম্ফলে জঙ্গিদের অতর্কিত হামলায় শহিদ হলেন অসম রাইফেলসের দুই জওয়ান। জখম হয়েছেন আরও অন্তত পাঁচ জন।
সূত্রের খবর, ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী অসম রাইফেলসের একটি ৪০৭ টাটা গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাতপরিচয় জঙ্গি। ঘটনাটি ঘটে নামবোল সাবল লাইখাই এলাকায়, যা ইম্ফল বিমানবন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। উল্লেখযোগ্যভাবে, এটাই সেই রাস্তা, যেখান দিয়ে সম্প্রতি মনিপুর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার জায়গাটি ইম্ফল এবং চুরাচান্দপুরের মাঝামাঝি।
#REL