দ্য ওয়াল ব্যুরো: বন্দে ভারতের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল একই পরিবারের তিনজন। গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও এক সদস্য। ঘটনা বিহারের।
তিলক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন নালন্দা জেলার তাপাদার গ্রামের ওই পরিবারটি। শুক্রবার বিকেল ৫টা নাগাদ বার সাবডিভিশনের পাণ্ডারক স্টেশনের কাছে লাইন পার হচ্ছিলেন। দ্রুত গতিতে থাকা বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই টুকরো টুকরো হয়ে যায় তিনজনের দেহ।
#REL