দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নিউ ইয়র্ক টাইমস-এর (NYT) বিরুদ্ধে করা ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা খারিজ করে দিলেন ফ্লোরিডার আদালত (Federal Court))।
শুক্রবার মামলাটি খারিজের সময়ে বিচারপতি স্টিভেন মেরিডে কড়া ভাষায় বলেন, আদালতকে প্রতিশোধের মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না।
বিচারকের মন্তব্য, “অভিযোগপত্রের কাজ হল অভিযোগের প্রকৃতি ও বিষয়বস্তু সুনির্দিষ্টভাবে জানানো। আদালত কোনও প্রতিপক্ষকে গালিগালাজ করার মঞ্চ নয়।”
#REL