দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় পুনম পাণ্ডে। দিল্লির বার্ষিক রামলীলায় তাঁকে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করানোর সিদ্ধান্ত হয়। আর সেই নিয়েই আপত্তি তুলেছে আরএসএস-এর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।
প্রতি বছর লালকেল্লায় 'রামলীলা'র আয়োজন করে লবকুশ রামলীলা কমিটি। এ বছর রাবণের চরিত্রে দেখা যাবে অভিনেতা আর্য বব্বরকে। পরশুরামের ভূমিকায় থাকবেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তবে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে পুনম পাণ্ডের মন্দোদরী চরিত্রে অভিনয়ের বিষয়টি নিয়ে।
#REL