দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠী থেকে পুজো শুরুর ধারণা বদলেছে আগেই। এখন মহালয়ার আগে থেকেই বহু পুজো উদ্যোক্তারা মণ্ডপ তৈরি করে ফেলেন। শুরু হয়ে যায় প্রতিমা দর্শনও।
কিন্তু পুজোর (Durga Puja) সময় আবহাওয়ার মতিগতি কেমন থাকবে (Weather Update)? পুজোর দিনগুলোতেও কি বৃষ্টি (Rain)? জনমানসের আশঙ্কা সত্যি করে পুজোর সময় বৃষ্টি নিয়ে বড় আপডেট শোনাল আলিপুর আবহাওয়া দফতর।