দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী, নিজের অধিকার আদায়ের দাবিতে শনিবার থেকে রেল অবরোধের (Rail Blockade) পথে হেঁটেছে কুড়মি সমাজ (Kurmi Society)। তবে তাঁদের ‘রেল টেকা’ ও ‘ডহর ছেঁকা’ কর্মসূচির প্রভাব এখনও তেমন চোখে পড়ছে না। কুস্তাউর, ঝালদা, কোটশিলা, পুরুলিয়ার স্টেশনে ট্রেন স্বাভাবিকভাবে চলছে। সড়ক পরিবহণও নিরবিচ্ছিন্ন।
তবে বিভিন্ন স্টেশনে পুলিশ ও আরপিএফ মোতায়েন রয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, কিছু ট্রেন বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে।