দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভিসা (American Visa) ইন্টারভিউতে মাত্র তিন মিনিট। তাতেই ‘না’। এক ভারতীয় কাস্টমস (Indian Customs Officer) অফিসার দাবি করেছেন, মার্কিন পর্যটক ভিসা (US tourist visa) চাওয়ার আবেদনপত্র খারিজ হয়ে গিয়েছে তাঁর। অথচ তাঁর সঞ্চয় এবং ব্যক্তিগত যোগসূত্র নাকি যথেষ্টই শক্তিশালী।
বছর ৪০-এর ওই আবেদনকারী জানিয়েছেন, প্রশ্নোত্তরে তিনি একটি সামান্য ভুল করেছিলেন। ফেরার বিমানযাত্রার প্রসঙ্গে লস অ্যাঞ্জেলসের বদলে ভুল করে সান ফ্রান্সিসকোর নাম বলেন তিনি। বাকিটা সব প্রশ্নের উত্তর সঠিকই দিয়েছিলেন বলে দাবি।