দ্য ওয়াল ব্যুরো: আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি, তদন্তে অসহযোগিতা এবং প্রভাবশালী হওয়ার অভিযোগ—রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Prison minister Chandranath Sinha jailed) অন্তর্বর্তী জামিন খারিজের আবেদন জানিয়েছিল ইডি। বেলা সাড়ে ১১টা থেকে টানা ২ ঘণ্টা ২০ মিনিট ধরে চলল যুযুধান দু'পক্ষের সওয়াল। তবে এদিন রায়দান স্থগিত রেখেছে আদালত। আদালত জানিয়েছে, আগামী মঙ্গলবার দুপুর দুটোয় চূড়ান্ত রায়দান হবে।
অর্থাৎ মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর থাকবে নাকি তা খারিজ হয়ে যাবে, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে।