দ্য ওয়াল ব্যুরো: নাক দিয়ে শরীরে ঢোকার কথা ছিল পাকস্থলীতে। কিন্তু ভয়ঙ্কর অ্যামিবা (Amoeba) পৌঁছে যায় সোজা মাথায়। দিন কয়েকের মধ্যেই কুরে কুরে খেতে শুরু করে মস্তিষ্কের (Brain,) অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্র। চিকিৎসাশাস্ত্রে এর নাম— ব্রেন ইটিং অ্যামিবা।
কেরলে চলতি বছরেই এই মারণ সংক্রমণে প্রাণ হারিয়েছেন শিশু-সহ অন্তত ১৯ জন। করোনা-পরবর্তী সময়ে বাংলাতেও মৃত্যু হয়েছে ১৬ জনের। চিকিৎসকরা জানাচ্ছেন, কেরলে ছড়াচ্ছে Primary Amoebic Meningoencephalitis (PAM), আর বাংলায় দেখা দিচ্ছে Granulomatous Amoebic Encephalitis (GAE)।
#REL