দ্য ওয়াল ব্যুরো: রিল বানানোর (Reel) নেশায় এবার গুলিবিদ্ধ (Gunshot) হতে হল! মালদহের ইংরেজবাজারে (Maldah Englishbazar) ঘটল মারাত্মক ঘটনা। বেআইনি বন্দুক হাতে রিল বানাতে গিয়ে গুলি খেলেন এক যুবক। মহদিপুর পঞ্চায়েতের রামকেলি বারদুয়ারি গ্রামের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়ির ভেতরেই বন্দুক নিয়ে রিলস বানাচ্ছিলেন বুবাই ঘোষ (২১)। অসাবধানতাবশত হঠাৎ গুলি ছুটে গিয়ে লাগে তাঁর ডান পায়ে। গুলির আওয়াজে ছুটে আসেন পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।