দ্য ওয়াল ব্যুরো: সারা বছর মেকআপকে অনেকেই এড়িয়ে চলেন। তবে দুর্গাপুজোর ক’টা দিনে লিপস্টিক, কাজল, ফাউন্ডেশন কিংবা ফেস পাউডারের শরণাপন্ন হন অনেকে। কিন্তু শুধু মেকআপ করলেই যে সৌন্দর্য ফুটে উঠবে, তা নয়। আসল জেল্লা আসে ভেতর থেকে। পরিষ্কার, দাগছোপহীন আর ব্রণমুক্ত ত্বক থাকলে আলাদা করে ভারী মেকআপেরও দরকার পড়ে না। সামান্য লিপস্টিক আর ছোট্ট টাচ-আপই যথেষ্ট হয়ে ওঠে।
এখন প্রশ্ন, পুজোর আগে কেমন করে পাওয়া যাবে সেই উজ্জ্বল, সতেজ ত্বক? উত্তর লুকিয়ে আছে কয়েকটি সহজ পানীয়তে। নিয়ম করে খেলে ভেতর থেকে পরিষ্কার হবে শরীর, আর ত্বকও হয়ে উঠবে চকচকে।
#REL
গ্রিন টি