দ্য ওয়াল ব্যুরো: জিএসটি-তে কেন্দ্রীয় সরকারের কোনও কনট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই নতুন জিএসটি লাগু হচ্ছে দেশজুড়ে।
রবিবার নবরাত্রির প্রাক্কালে ও জিএসটি ২.০ লাগু হওয়ার পূর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই নতুন জিএসটির উদ্দেশ্য, লাগু হলে কতোটা উপকৃত হবে মানুষ, সব নিয়ে আলোচনা করেন। উঠে আসে দেশে জিএসটি শুরুর ইতিহাসও।
#REL