দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম শুরু হতে না হতেই ভয়াবহ দুর্ঘটনায় কাঁপল ওড়িশা (Odisha)। আতশবাজির গুদাম বিস্ফোরণে (firecracker warehouse explosion) অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দশজন। ঘটনাটি ঘটেছে বৌদ্ধ জেলার ঝিয়াকাটা গ্রামে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ইতিমধ্যে মৃতদের পরিচয় জানিয়েছে। তাঁদের নাম - ভগবান বেহেরা এবং লক্ষ্মীধর বেহেরা। দু’জনেই স্থানীয় বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই গুদামে অবৈধভাবে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আতশবাজি মজুত করা ছিল।
#REL