দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, সোমবার থেকেই কার্যকর হচ্ছে নতুন জিএসটি হার (new GST)। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে দামী ওষুধ ও ভোগ্যপণ্য পর্যন্ত কিছু জিনিসের দাম কমতে পারে (decreasing medicines price)। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (Bengal Chemist and Druggist Association) জানিয়েছে, পুরনো দামের (MRP) ওষুধ হলেও কাল থেকে নতুন জিএসটি হারে বিক্রি করতে হবে।
অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে যে, নতুন এই নির্দেশনা অনুযায়ী আজ বা কালকেই সকল দোকানে পোস্টার সাঁটাতে হবে, যাতে ক্রেতারা সহজেই নতুন জিএসটি হার সম্পর্কে জানতে পারেন।
#REL