দেবপ্রিয় সেনগুপ্ত
রাত পোহালেই নতুন কর। তার আগের দিন চরম ব্যস্ততা দেখল গাড়ির শোরুমগুলি। পুজোর আগের শেষ রবিবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় এদিন অনেক বেশি আগ্রহী ক্রেতা ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন শোরুমগুলিতে। জিএসটি হ্রাসের পর থেকে অনেকেই গাড়ি কেনা পিছিয়ে দিয়েছিলেন। অনেকে গাড়ির শুধু বুকিং করে রেখেছিলেন। তাঁদের গাড়ির রেজিস্ট্রেশন শুরু হবে কাল, সোমবার থেকেই।