দ্য ওয়াল ব্যুরো: পুজোর আলোয় ছয়লাপ চারিদিক। মহালয়া বলে কথা। লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। দুগ্গা দুগ্গা রব শহরজুড়ে। রাতের শহরে যাতে কারও কোনও বিপদ না হয়, সকলে নিরাপদ থাকে, তা নিশ্চিত করতে রুটিন প্যাট্রোলিংয়ে বেরিয়েছিলেন ইকো পার্ক থানার পুলিশ আধিকারিক জ্যোতিষ দেবনাথ।
সাইকেলে করে চেনা পরিচিত রাস্তাতেই টহল দিচ্ছিলেন। ইকো পার্কের ২ নম্বর গেটের কাছে সার্ভিস লেনে তাঁকে ধাক্কা মারে বেপরোয়া গতির একটি গাড়ি। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে যান তিনি। পা থেকে ছিটকে যায় জুতো, হাতে থাকা জিনিসপত্র।
#REL