দ্য ওয়াল ব্যুরো: সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে এক রোগীর ভুল চিকিৎসার উঠল অভিযোগ। সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন ওই নার্সিংহোমে রোগীর মৃত্যুর পর, পরিবারের সদস্যরা লালদিঘিপাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করেন।
পরিবারের অভিযোগ, মিনা দাস (৩৬) গলব্লাডারের সমস্যার জন্য সিউড়ির এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। চিকিৎসক পরামর্শ দেন, মিনা ওই নার্সিংহোমে ভর্তি হোন।
#REL
পরিবারের দাবি, হাসপাতালে অপারেশনের সময় মিনা দাসের ভুল চিকিৎসা করা হয়, যার ফলে রবিবার তাঁর মৃত্যু হয়।