দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আবারও এক ছাত্র গবেষকের মৃত্যুতে (PhD scholar death) প্রশ্ন উঠল আইআইটি খড়্গপুরের প্রশাসনিক (IIT Kharagpur administration) ভূমিকা নিয়ে। ক্ষোভ ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। গত শনিবার, ২০ সেপ্টেম্বর বিআর আম্বেদকর হল অব রেসিডেন্সের একটি ঘর থেকে প্রথম বর্ষের পিএইচডি গবেষক হর্ষ কুমার পাণ্ডের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার হর্ষের বাবা মনোজ কুমার পাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন।
হর্ষের বাবা মনোজ পেশায় একজন রেডিও ফিজিসিস্ট। তিনি জানান, প্রতিদিন রাতে ছেলের সঙ্গে কথা হত, কিন্তু সাম্প্রতিককালে কোনও অস্বাভাবিকতা তিনি টের পাননি।
#REL