দ্য ওয়াল ব্যুরো: এবার স্মার্টফোনের এক ক্লিকেই জঙ্গল সাফারি! বন্যপ্রাণীর রাজত্ব নাইরোবিতে উবার আনল নতুন চমক। অফিস যাওয়ার উবারের বদলে এবার আপনি উঠতে পারেন একেবারে সিংহ, গণ্ডার আর জিরাফের দেশে — তাও শুধুমাত্র অ্যাপ খুলেই।
নতুন পরিষেবা — “Uber Safari” — অ্যাপে বুক করলেই মিলবে তিন ঘণ্টার গাইডেড সাফারি। শহরের বুকেই অবস্থিত Nairobi National Park–এর অভ্যন্তরে আপনাকে নিয়ে যাবে বিশেষ সাফারি জিপ, সঙ্গে থাকবে অভিজ্ঞ গাইড।
#REL
বিশ্বের হাতে গোনা কয়েকটি শহরের মধ্যে, নাইরোবিই একমাত্র রাজধানী যার ভিতরেই রয়েছে পূর্ণাঙ্গ একটি জাতীয় উদ্যান।