তিয়াষ মুখোপাধ্যায়
এক জন মানুষের নিজের সম্পর্কে ধারণা এতটাও স্বচ্ছ হতে পারে! এতটা আত্মবিশ্বাস! এ ভাবেও একটা জাতির পরিচয় হয়ে উঠতে পারে একজন মানুষ! তাও এমন একটা সময়ে যখন সবকিছুই খুব ক্ষণস্থায়ী, খুব ঠুনকো।
মাত্র ৫২ বছর বয়সে অকালপ্রয়াণ ঘটেছে জুবিন গর্গের। তাঁর মৃত্যুর পর গোটা অসমের যে ছবি দেখা যাচ্ছে, তা শুধু বিস্ময়কর নয়, গায়ে কাঁটা দেওয়ার মতই। যেন অসমের আত্মার সঙ্গে জুড়ে গিয়েছেন জুবিন। যেন অসম মানেই জুবিন, আর জুবিন মানেই অসম।