দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের নিয়োগ (Primary TET) প্রক্রিয়া নিয়ে বুধবার মাইলফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাই কোর্টের (Kolkata High court) ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল (32000 primary teacher case) করার যে নির্দেশ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে। যার অর্থ ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রইল (32000 primary teacher case update today)।
সিঙ্গল বেঞ্চের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন আর বিচারবিভাগে নেই। তিনি এখন পুরোদস্তর রাজনীতিক। তমলুকের বিজেপির সাংসদ।
#REL