দ্য ওয়াল ব্যুরো: গোটা অসম (Assam) সহ দেশ এখনও শোকাহত। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) প্রয়াণ ঘটেছে এই দুর্ঘটনায়। আর তারপরই তাঁর কণ্ঠস্বর নিয়ে বিশেষ ভাবনা দেওয়া হল।
ভবিষ্যতে যাতে জুবিন গর্গের কন্ঠস্বর (Voice) বিকৃত করা না যায় বা অপব্যবহার না হয়, তার জন্য শুরু হয়েছে বিশেষ ডিজিটাল সংরক্ষণের (Digital Preserved) কাজ।