দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (DURGAPUJA 2025) মানেই নতুন পোশাক, সাজগোজ আর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। আর এই উৎসবের আবহে বাঙালির প্রথম পছন্দ সিল্ক শাড়ি (Silk Sarees and Earrings)। তবে শুধু শাড়ি নয়, তার সঙ্গে মানানসই গয়না, বিশেষ করে কানের দুল, সাজকে করে তোলে সম্পূর্ণ। চলুন দেখে নেওয়া যাক কোন ধরনের সিল্ক শাড়ির সঙ্গে কেমন কানের দুল মানিয়ে যায় (DURGAPUJA 2025)।
১. বেনারসি সিল্কের ঐশ্বর্য আর ঝুমকা