দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (DURGAPUJA 2025) ভোরবেলা কিংবা মহাষ্টমীর (Mahashtami) সকাল - অঞ্জলির সময় প্যান্ডেলে প্যান্ডেলে (Durgapuja Pandal) ভিড় জমে যায়। তবে প্রতি বছরই এক প্রশ্ন ঘুরে ফিরে আসে, পুরোহিতরা যে মন্ত্র পাঠ করেন, তা আদৌ শাস্ত্রসম্মত তো? অনেকেই অভিযোগ করেন, একেক জায়গায় একেক মন্ত্র শোনানো হয়, ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি (confusion related Durgapuja mantra)।
শাস্ত্রমতে, অঞ্জলি মানেই দেবীর উদ্দেশে নিবেদন। হাতে বিল্বপত্র, ফুল, ধান, দুর্বা নিয়ে উচ্চারণ করতে হয় নির্দিষ্ট মন্ত্র। বলা হয়, এই আচারেই দেবী ও ভক্তের মধ্যে তৈরি হয় নিবিড় সংযোগ।
#REL