দ্য ওয়াল ব্যুরো: জুবিন গর্গের (Zubeen Garg) অকাল মৃত্যুকে গোটা অসম জুড়ে দুঃখ যন্ত্রণা কান্না যেভাবে দলা পাকিয়ে উঠেছে তা গায়ে কাঁটার দেওয়ার মতই। শোকের এই প্রহরে নতুন করে ভাইরাল হয়েছে তাঁর সেই গান— “যদি জীবনের রঙ বুরে লুকাভাকু খেলে/ যদি আশার শাখি টি উমি উমি জ্বলে/ তথাপি বন্ধু আগুয়াই যাবা/ তথাপি বন্ধু আগুয়াই যাবা..।” (jodi jibonor rong bure luka bhaku khele)
কেবল অসম নয়, গোটা দেশ যেন নতুন করে এই গানে আন্দোলিত। দেশে প্রবাসে আন্দোলিত বহু বাঙালি। কৌতূহলের বিষয় হল, এই গানের অর্থ কী?