দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর (Heavy Rain, Kolkata)। একের পর এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, জলমগ্ন রাস্তাঘাট— সব মিলিয়ে আতঙ্কে শহরবাসী।
এই পরিস্থিতিতে নবান্নে চালু হল বিশেষ কন্ট্রোল রুম (Control Room)। যে কেউ সরাসরি ফোন করতে পারবেন কন্ট্রোল রুমে— ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫।
#REL
বিদ্যুৎ নিয়ে সমস্যা, খোলা তার, কিংবা জল জমার খবর— সবই জানানো যাবে এই নম্বরগুলিতে (Electricity and water problems will be solved directly on the phone)। প্রশাসনের আশ্বাস, ফোন গেলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করা হবে।