দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর। নন্দীগ্রামের সোনাচূড়ায় গুলিতে খুন হন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রথম সারির নেতা নিশিকান্ত মণ্ডল (Nandigram, Nishikant Mandal murder)।
১৬ বছর পরও সেই রাজনৈতিক হত্যাকাণ্ড ঘিরে তর্ক, অভিযোগ, পাল্টা অভিযোগ থামেনি। সোমবার তাঁর স্মৃতিসৌধে মাল্যদান করতে গিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক (Santanu Pramanik)।