দ্য ওয়াল ব্যুরো: রাতভর নাগাড়ে বৃষ্টি। মঙ্গলবার ভোর হতেই কলকাতার একমাত্র ‘লাইফলাইন’ মেট্রোও থমকে গেল (Kolkata Metro)।
মহানায়ক উত্তম কুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে ব্লু লাইনে (Metro line under water, Blue Line,) জল জমে যাওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে সীমিত ভাঙা পথে চলাচল, আর মাস্টারদা সূর্য সেন থেকে ময়দান পর্যন্ত লাইন এখনও অচল।
#REL