দ্য ওয়াল ব্যুরো: এক অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে। যেখানে আফগানিস্তানের ১৩ বছর বয়সী এক কিশোর বিমানের চাকার খাঁজে (wheel well) লুকিয়ে কাবুল থেকে প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে দিল্লি পৌঁছেছে। তার এই বিপজ্জনক এবং দুঃসাহসিক কাজ বিমানবন্দর কর্মকর্তাদের হতবাক করে দিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার সকালে দিল্লি বিমানবন্দরে একটি কাম এয়ার (Kam Air) ফ্লাইট অবতরণ করার পর এই কিশোরকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টের ভেতরে লুকিয়ে থাকতে দেখা যায়।
#REL