দ্য ওয়াল ব্যুরো: পুজোর (DurgaPuja2025) মুখেই কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর দিয়েছিল কর্তৃপক্ষ। স্মার্ট কার্ডের (Smart Card) দাম কমানোর সঙ্গে বাড়ানো হয়েছে একাধিক সুবিধাও। মেট্রো রেলের স্মার্ট কার্ড সংক্রান্ত নতুন সিদ্ধান্ত কার্যকর হতেই যাত্রীদের সাড়া মিলল অভাবনীয়। প্রাথমিক তথ্য বলছে এমনই।
গত ২৫ সেপ্টেম্বর প্রথম দিনেই বিক্রি হয়েছে ৪ হাজার ৪০৯টি স্মার্ট কার্ড। যা তার আগের দিনের (২৪ সেপ্টেম্বর) ২ হাজার ৮১৩ কার্ডের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।