দ্য ওয়াল ব্যুরো: বয়স যে শুধুই একটা সংখ্যা, তা ফের প্রমাণ করলেন কেরালার বাসিন্দা ৭০ বছর বয়সী লীলা জোস। দুবাইয়ে ১৩,০০০ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভিং করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ইদুক্কি জেলার এই গৃহবধূ 'স্কাইডাইভ দুবাই' সংস্থার সঙ্গে এই দুঃসাহসিক কাজটি করে তার অভিজ্ঞতাকে 'স্বপ্নের মতো' বলে বর্ণনা করেছেন।
গল্ফ নিউজের সঙ্গে কথা বলার সময় লীলা জানান, তিনি আগে শুধু শুনেছিলেন যে মানুষ প্লেন থেকে লাফ দেয়, কিন্তু তিনি জানতেন না যে এর নাম স্কাইডাইভিং। তার এই অ্যাডভেঞ্চারের অনুপ্রেরণা ছিলেন তার প্রয়াত স্বামী এবং তার স্বপ্নকে সমর্থন জানান তার ছেলে আনিশ পি জোস।