দ্য ওয়াল ব্যুরো: নিজেকে স্বঘোষিত ধর্মগুরু বলে পরিচয় দেওয়া স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর গ্রেফতারের পরে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। পুলিশের হাতে আসছে তাঁর একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট, যা থেকে উঠে এসেছে মহিলা পড়ুয়াদের শোষণ ও অশ্লীল প্রস্তাবের চিত্র।
একটি কথোপকথনে দেখা গেছে, তিনি এক মেয়েকে লিখছেন, “একজন দুবাই শেখ সেক্স পার্টনার চাইছে, তোমার কোনও সুন্দর বন্ধু আছে?” শিক্ষার্থী উত্তর দেন, “কেউ নেই।” চৈতন্যানন্দ তখন ফের জিজ্ঞাসা করেন, “কীভাবে সম্ভব? তোমার কোনও সহপাঠী? জুনিয়র?”