দ্য ওয়াল ব্যুরো: চলছিল বিয়ের অনুষ্ঠান (Marriage Programme)। পরিবার সহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা মেতে ছিলেন উৎসবের আমেজে। ঠিক এই সময়ই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা (Accident)। এক ধাক্কায় আহত হলে ৪০-৫০ জন! হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ঘটেছে এই ঘটনা।
রাজ্যের চাম্বা জেলায় (Chamba District) একটি বিয়েবাড়ির আনন্দ মুহূর্তই এক পলকে আতঙ্কে পরিণত হল। স্থানীয় ওই গ্রামের বাড়িতে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই সময় বাড়ির ছাদ ভেঙে পড়ে আহত হলেন বহু অতিথি। আচমকা দুর্ঘটনায় চারদিকে সৃষ্টি হয় হাহাকার।
#REL