দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের নলহাটির এক পাড়ায় এবার দুর্গা প্রতিমা পূজিত হবে এক কিশোর শিল্পীর হাতে তৈরি মণ্ডপে। বয়স মাত্র ১৩, তবুও শিল্পের ছোঁয়ায় তাক লাগিয়েছে অর্পণ প্রামাণিক নামের এক অষ্টম শ্রেণির ছাত্র।
শৈশবেই স্কুল থেকে ফেরার পথে প্রতিমা তৈরির দৃশ্য দেখত সে বিস্মিত চোখে। তখনই জন্ম নেয় মাটির মূর্তির প্রতি টান। সেই শখই আজ তাকে দাঁড় করিয়েছে গ্রামবাসীর প্রশংসার আসনে। সিমলান্দি গ্রামের এই কিশোর শিল্পী এখন শেষ টান দিচ্ছে তুলিতে, তার তৈরি তিন ফুটের দুর্গা প্রতিমা বসবে পাড়ার ক্লাবের পুজো মণ্ডপে।
#REL