দ্য ওয়াল ব্যুরো: ‘তুমি যাকে স্বার্থপর বলো, আমি বলি আত্মসম্মান’—একটিমাত্র ক্যাপশনের মধ্যেই যেন ফুটে উঠেছে দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির সেই অদৃশ্য ফারাক। কিন্তু কেন এই শব্দের আগমন রঞ্জিত মল্লিক আর কোয়েল মল্লিকের সম্পর্কে? উত্তর মিলবে খুব তাড়াতাড়ি। কারণ প্রায় এক দশক পর ফের বড়পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন ভবানীপুরের মল্লিকবাড়ির দুই প্রজন্ম। আজ, বুধবার দুপুরেই প্রকাশ্যে এল তাঁদের নতুন সিনেমা ‘স্বার্থপর’-এর প্রথম ঝলক।
#REL