দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোর রাতের বৃষ্টির আতঙ্কে ফেলে দিয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতর আবার জানিয়ে রেখেছে, এতেই রক্ষে নেই বৃহস্পতিবার থেকে নতুন নিম্নচাপ বলয় মাথা তুলবে বঙ্গোপসাগরে। এরই মধ্যে বেলা ১২টা গড়াতেই বুধবারেও বৃষ্টি শুরু হয়ে গেল। কৌতূহলের বিষয় হল, সারাদিনই কি এমনই চলবে? (Kolkata weather update)
এদিন সকালটা ছিল রোদেলা। তবে আলিপুর আবহাওয়া দফতর সকালেই জানিয়ে দিয়েছিল, এই রোদ দেখে ভ্রান্তিবিলাসের জায়গা নেই। দিনটা এমন যাবে না। কলকাতার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদিন বা দিনের যে কোনও সময়ে।
#REL