দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অ্যাসিড হামলার ঘটনায় ফের একবার খবরের শিরোনামে উঠে এল উত্তরপ্রদেশের মীরাটের (Uttar Pradesh, Meerat) নাম। এ নিয়ে আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। লোহিয়া নগর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটেছে ঘটনাটি।
জানা গিয়েছে, অ্যাসিড আক্রান্ত (acid attack on woman) ওই মহিলা পেশায় একজন নার্স, বয়স ৩৮। গুরুতর আহত ওই মহিলা তিন সন্তানের মা এবং একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন।
#REL