দ্য ওয়াল ব্যুরো: মেট্রোয় ভিড় এড়াতে এবং যাত্রা আরও স্বচ্ছন্দ করতে যাত্রীদের জন্য এল বড় সুখবর। কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের দাম কমল, সঙ্গে বাড়ল সুবিধা। এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা এক বছর নয়, থাকবে গোটা ১০ বছর। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
ইতিমধ্যেই চলতি মাসে বিক্রি হয়েছে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড। মেট্রোর আশা, নতুন নিয়ম চালু হলে আরও বেশি যাত্রী স্মার্ট কার্ড নিতে আগ্রহী হবেন।
#REL
নতুন নিয়মে কী কী বদল এল স্মার্ট কার্ডে?