দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ (property dispute) চলছিল বাবা-ছেলের মধ্যে। সেই রাগ থেকেই ৭০ বছর বয়সি ব্যবসায়ী মহম্মদ সইদকে সুপারি কিলার দিয়ে খুন করালেন তাঁরই বড় ছেলে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) কান্দিভলিতে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সইদের ছেলে হামিদ সইদ (৪১) এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার শানু চৌধুরী (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আরও এক জনের খোঁজে তল্লাশি চলছে।
#REL