দ্য ওয়াল ব্যুরো: যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে ঠাকুর দেখা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কিছু মানুষ প্যান্ডেল হপিং করতে চাইলেও অনেকেই নিড়িবিলিতে পুজো কাটাতে চাইছেন। সেক্ষেত্রে ক্যাফে বা রেস্তরাঁ ছাড়া ভাল অপশন কীই বা আছে। সিনেমা হলে লম্বা লাইন, থিয়েটারের টিকিটও পাওয়া চাপের। এই পরিস্থিতিতে খাবার ও বিনোদন একসঙ্গে চাইলে পৌঁছে যেতে পারেন রেজেন্টা অর্কোসে। কসবার প্রান্তিক পল্লিতে রয়েছে এই রেস্তরাঁ, বাঙালি খাবারের অন্যতম সেরা ঠিকানা।
পরিবারের সঙ্গে নিড়িবিলিতে বিশেষ বুফের স্বাদ নিতে তো পারবেনই, সঙ্গে তিনদিন উপভোগ করতে পারবেন ডান্ডিয়া।
#REL