দ্য ওয়াল ব্যুরো: লাদাখের পরিস্থিতি অগ্নিগর্ভ। রাজ্যের মর্যাদা চেয়ে স্থানীয় মানুষের আন্দোলন বুধবার হিংসাত্মক হয়ে উঠেছে। তাদের দাবি, অবিলম্বে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। এজন্য প্রয়োজনীয় আলোচনা এখনই শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে।
বুধবার উত্তেজিত জনতা রাজধানী লে'র বিজেপি অফিস ভাঙচুর করে। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে তাদের। পুলিশ আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। তাতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে উঠেছে৷