দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জলে শহর ভেসেছে ঠিকই, তবে উৎসবের জোয়ারেও কম যায় না কলকাতা (Kolkata, Durga Puja)। দুর্যোগের কারণে মঙ্গলবার কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন দুপুর থেকেই ফের উদ্বোধন শুরু হয়। এদিন কালীঘাটে দমকলের নতুন ভবনের (Kalighat Fire Station) উদ্বোধনের পাশাপাশি শহরের প্রায় ৪০টি নামী-দামি দুর্গাপুজোরও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি।