দ্য ওয়াল ব্যুরো: পুজোর উৎসবে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাকে নতুনভাবে তুলে ধরল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ট্রেন্ডি সাব-ব্র্যান্ড গসিপ (Gossip)। দুর্গাপুজো উপলক্ষে তারা লঞ্চ করল এক্সক্লুসিভ দুর্গাপুজো কালেকশন, যার মূল থিম — “Kill Your Inner Demon”। শুধু সাজগোজ নয়, নারীদের সাহস, আত্মবিশ্বাস আর নিজের কণ্ঠস্বরকে সামনে আনার প্রতীক হিসেবেই এ বছর তাদের নতুন জুয়েলারির ডিজাইন তৈরি হয়েছে।
গসিপ, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটি ব্র্যান্ড, যা ইতিমধ্যেই ৮৫ বছরেরও বেশি ঐতিহ্য, ১৮৬টির বেশি শোরুম এবং ডেলোয়েটের গ্লোবাল টপ ১০০ লাক্সারি ব্র্যান্ডস-এর তালিকায় জায়গা করে নিয়েছে।