দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের এক যুবকের দাদুকে নিয়ে করা ফেসবুক পোস্টে হাসির ইমোজি দিয়ে ফেলেছিলেন বিহারের এক যুবক। তার পরিণতি হল ভয়ানক। সামান্য তর্কাতর্কি থেকে খুন। ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় ২০ বছরের যুবকের। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম প্রিন্স (২০)। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন গুজরাতে। সেখানে একটি কারখানায় কাজ করতেন। তাঁর সঙ্গে আরও তিন ভাইও থাকতেন।